কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সরেজমিন কৃষি গবেষনা বিভাগ খুলনার সহযোগিতায় কয়রা উপজেলা পরিষদে নারিকেল ও তাল গাছের চারা রোপন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় এ সকল নারিকেলের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম,কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, নির্বাচন অফিসার মোঃ হযরত আলী, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, সরেজমিন কৃষি গবেষণা বিভাগের কয়রার এমএলটি সাইটের বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান, সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন, এ্যাডঃ আনিছুর রহমান প্রমুখ। সরেজমিন গবেষনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশিদ বলেন, দুর্যোগ প্রবনতা কয়রায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বজ্রপাত প্রতিরোধক হিসাবে উপজেলা পরিষদের বিভিন্ন এলাকায় ২ শ নারিকেল ও ১ শ ৬০ টি তাল গাছের চারা রোপন করা হয়েছে। এ ছাড়া ২ জন কৃষকদেরকে মিশ্র ফল বাগান করার সহযোগিতা করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় নানা প্রজাতির বৃক্ষ রোপন করা হবে।
Leave a Reply