এম এ হান্নান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
কিশোরগঞ্জে কটিয়াদী উপজেলায় প্রতিপক্ষের হামলায় রিটন মিয়া (৪২) নামের এক শ্রমিক নেতা হত্যার প্রতিবাদে, জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়ক পাঁচলগোটা বাসষ্টেন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২১ জুলাই ) সকাল সাড়ে ১১টার দিকে কয়েকশত মানুষ বিক্ষোভ মিছিল মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন পাটুভাঙ্গা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান বাচ্চু আওয়ামী লীগ নেতা আরফান উদ্দিন, চৌদ্দশত ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের নেতা সাইফুল ইসলাম জাফরুল,বনগ্রাম ইউনিয়ন ৯ নং ওয়াডে মেম্বার রুবেল মিয়া, যুবলীগ নেতা শওকত, ছাত্র নেতা আলভী হাসান প্রমোক এলাকা নেতারা মানুষ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তারা হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন।
জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, পাঁচগোটা ঘিলাকান্দি গ্রামের রিটন মিয়া কে প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য দাবি জানান তারা।
পরিবারের সদস্যরা জানান, নিহত রিটন মিয়া পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নে মাইজহাটি গ্রামের সুখিয়া বাড়ীর মৃত সিরাজ উদ্দীনের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৭ জুলাই রোববার রাত সাড়ে ১১ টার দিকে এ কটিয়াদী উপজেলার ঘিলাকান্দী এলাকার স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বাদল মিয়ার বাড়ি থেকে ফিরছিলেন রিটনসহ সঙ্গীরা। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে রিপনের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় লিটনকে কিশোরগঞ্জ পড়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোর ৪ টা তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন প্রতিনিধি কে জানান, এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে, বাকিদের আটক করার জন্য অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ।
Leave a Reply