রায়পুর প্রতিনিধি, লক্ষ্মীপুরঃ
গত ২০ জুলাই বুধবার রাত সাড়ে আটটায় লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার সামনে গঠনাটি ঘটে। জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে অভিযোগ মিমাংসার জন্য রায়পুর থানার এসআই আব্দুল কুদ্দুস, পৌর ৭ নং ওয়ার্ড এর বাসিন্দা আকিত উল্লার ছেলে ব্যবসায়ী আব্দুল আহাদ (৩৩) ও তার প্রতিপক্ষ ফিরোজ আলম(৪৫) এবং তার ভাই হেলাল উদ্দিন কালু((৩০) কে খবর দেয়। ফিরোজ ও কালু একই এলাকার ৬ নং ওয়ার্ডের মৃত আব্দুর রব হাজীর ছেলে। অভিযোগের বিষয় মিমাংসা না হওয়ায় এস আই কুদ্দুস দুই পক্ষকে শান্তিপূর্ন সহাবস্থানে থাকার কথা বলে বিদায় দেন। থানা থেকে যাওয়ার পথে থানার সামনেই ফিরোজ ও কালু আহাদের উপন অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। আহাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি করায়। হামলায় আহাদের নাকের হাড় ভেঙ্গে যায় এবং পুরো শরীরে জখম হয়।
হামলার ঘটনায় আহাদ বাদী হয়ে ফিরোজ ও কালুর বিরুদ্ধে রায়পুর থানায় একটি অভিযোগ দায়ের করে।
এ ব্যাপারে রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া বলেন, অভিযোগ পেয়েছি, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply