এম এ হান্নান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
শনিবার (২৩ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া কলেজ রোডে এ ঘটনা ঘটে। নিহত রেকসানা (৩০) একই এলাকার তাইজুলের স্ত্রী। এ ঘটনা ইতিমধ্যে ভাগনে মামুনকে আটক করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। মামুন জেলা শহরের হারুয়া ক্লাসিক গলির সোহরাবের পুত্র।
সূত্র জানায়,নিহতের স্বামী তাইজুল গাইটাল বটতলায় চায়ের দোকানি। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে শ্রাবণ পিটিআই স্কুলে পড়াশোনা করে। দীর্ঘদিন যাবত ভাগনে মামুন এবং তাইজুলের পরিবারের মাঝে পারিবারিক কলহ ছিল। শনিবার দুপুরে তাইজুলের স্ত্রী রান্না করার জন্য প্রস্তুতি নেয়ার সময় ভাগনে মামুন ঘরে প্রবেশ করে মামীর সাথে ঝগড়া ফ্যাসাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভাগনে মামুন তার মামীকে ধারালো ছুড়ি দিয়ে জবাই করে হত্যা করে।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে মামুনকে ছুড়িসহ আটক করা হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply