মোঃ ইকবাল মোরশেদ,বিশেষ প্রতিনিধি;-
শুক্রবারে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ আয়োজিত সকল ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন মনোহরগঞ্জ থানা ছাত্রলীগ মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়নমন্ত্রী সাথে এক মতবিনিয় সভার আয়োজন করেন।
সভায় মনোহরগন্জের সকল ইউনিট কমিটির নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়।
মন্ত্রী ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে দিকনির্দেশনা দিয়ে এক বক্তব্যে বলেন বর্তমান দেশের পরিবেশ পরিস্থিতি বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার নির্দেশ অনুযায়ী বিদ্যুতের ব্যাপারে সন্ধ্যা আটটায় দোকান বন্ধ রাখার নির্দেশ এবং বিদ্যুৎ কম খরচ করার জন্য যে আহ্বান জানিয়েছেন
তা আমাদের সাধারণ মানুষকে জানাতে হবে।
ছাত্রলীগের এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা যেন প্রত্যেক দোকানে দোকানে গিয়ে এবং প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ যেন কম খরচ করেন
অপচয় না হয় সে বিষয়ে সবাইকে অনুরোধ করার আহবান জানান।
Leave a Reply