আকরাম আলী ডাকুয়া, নাজিরপুর, পিরোজপুর প্রতিনিধি;-
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ৫নং শাঁখারীকাঠী ইউনিয়নের গিলাতলা গ্রামে বাশার হাওলাদার (৪৫) নিজের বসত বাড়ী করতে গিয়ে চাচাতো ভাই জাহাঙ্গীর হাওলাদার (৫০) ও তার ভাগিনা মাষ্টার ফারুক (৩৮) এর বাধার মুখে পরে। প্রতিবাদ করলে মাষ্টার ফারুক তার মামি বাশার হাওলাদারের স্ত্রী কামরুন্নাহার (৩৫) কে তার হাতের ধারালো অস্ত্র দিয়া কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর গ্রæপ এর সথে বাশারের জমি-জমা সংক্রান্তে বিরোধ চলিয়া সাসিতেছে। ঐ বিরোধের রেশ ধরিয়া গত ২৪ জুলাই সকাল ৯টার সময় পরিকল্পিতভাবে বাশারের নব নির্মিত পাঁকা বাড়ীর সামনের অংশ ভাংচুর করতে শরু করে ফারুক ও তার লোকজন। এ সময় প্রতিরোধ করতে গেলে ফারুক তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মামিকে কুপিয়ে গুরুতর জখম করে বলে বাশার জানায়। স্থানীয় লোকের সহায়তায় বাশার তার আহত স্ত্রীকে নাজিরপুর হাসপাতালে এনে ভর্তি করাইয়া চিকিৎসা সেবা প্রদান করেন। এ সংবাদ নাজিরপুর থানায় পৌছাইলে এস আই সজল ও তার ফোর্স নিয়ে হাসপাতালে এসে ভিকটিমকে দেখে এবং ঘটনা সম্পর্কে অবগত হন। এ ব্যপারে ভিকটিমের সঙ্গে আসা উপস্থিত লোকজন এ প্রতিনিধিকে জানান, মাষ্টার ফারুক তার মামা জাহাঙ্গীর এর হাতিয়ার হিসেবে এই দুধর্ষ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। তিনি এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। এ ন্যাক্কারজনক ঘটনায় তার উপযুক্ত বিচারের দাবি করছি।
Leave a Reply