পঙ্কজ মিত্র,মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ- পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, পুলিশ পরিদর্শক অপারেশন আঃ হালিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলি আহাদ, কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান, জেলে আলমগীর হোসেন, শাহ আলম, আঃ রাজ্জাক হাওলাদার, সন্তোষ কুমার হালদার প্রমুখ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, বলেন,“নিরাপদ মাছে ভরবো দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে এ বছর জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। আগামীকাল প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মত বিনিময়। ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২৭ জুলাই উপজেলা বিভিন্ন গুরুপ্তপূর্ন এলাকায় মাছ চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্য সেক্টরেও বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শণ। ২৮ জুলাই সুফল ভোগীদের প্রশিক্ষণসহ বিভিন্ন উপকরন বিতরণ করা হবে।
Leave a Reply