এম এ হান্নান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জ সদর উপজেলার ডাউকিয়া এলাকায় নানা- নাতির দুষ্টুমিকে কেন্দ্র করে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগীরা।
সোমবার ২৫ জুলাই সকাল ১১ ঘটিকায় কিশোরগঞ্জ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রহিমা বলেন, আমার বাড়িতে হামলা লুটপাটের ঘটনায় আমি বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় আমার এলাকার ১১ জনের বিরুদ্ধে অভিযোগ করি যাহা তদন্তের পর মামলা রুজু হয় যাহার নং-৫৬২৮/(৩)১ জি আর নং৪০৩৫/২১ উক্ত ঘটনায় আসামি পক্ষের লোকজন স্হানীয় প্রভাবশালীদের যোগ সাজশে আমার স্বামীকে মিথ্যা সাজানো ঘটনায় অপমান করে ও সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে গত ১৯ ও ২১ শে জুলাই অনলাইন ও পএিকায় সংবাদ প্রকাশ করতে সহযোগিতা করে। সংবাদ সম্মেলনে বর্তমান ইউপি সদস্য ইসমাঈল হোসেন ও সংগ্রাম খান বলেন, এলাকার একটি কুচক্রী মহল সাংবাদিকদের কাছে অর্থের বিনিময়ে রফাদফা হয়েছে বলে যে মিথ্যা তথ্য দিয়ে সকলকে ভুল বোঝানোর চেষ্টা করছে তা সঠিক নয়। আমরা থানার কপি, কোটের কপি ও পত্রিকায় প্রকাশিত লিখায় কোন মিল খোঁজে পাচ্ছি না। ফলে সত্যি ঘটনায় ধামাচাপা দেওয়ার কোন সুযোগ নেই। পএিকায় লিখা হয়েছে কলাগাছের বাগানের কথা, থানায় লিখিত কাগজে লেখা রয়েছে বাড়ির উঠানের কথা এবং কোটে দেয়া জবানবন্দিতে ভিকটিম বলেন আমার নানা – আমার সাথে কুতুকুতু দেয়ায় (দুষ্টুমি) করার সময় আমি পড়ে গেলে আমার মাথায় আঘাত পাই। উল্লেখ্য যে গত ১৯ জুলাই নানা- নাতির দুষ্টুমিকে কেন্দ্র করে ডাউকিয়া এলাকায় ২ পক্ষের মাঝে গ্রাম্য সালিশ হয় এবং এ ঘটনা আপোষ – মীমাংসায় লাখ টাকার লেনদেন হয়েছে বলে প্রচার করে একটি মহল সেই সাথে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করতে সহযোগিতা করে ও-ই চক্রের সদস্যরা। পএিকায় সংবাদ প্রকাশের পর কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্হলে গেলে এলাকাবাসী সত্য ঘটনা উপস্থাপন করে বলে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে দাবি করেন।
Leave a Reply