পীরজাদা মোঃ মাসুদ হোসাইন,রায়পুর,লক্ষ্মীপুর;-
লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ আনোয়ার হোছাইন আকন্দের নির্দেশনায় গতকাল ২৪ জুলাই, রবিবার রায়পুর উপজেলায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮ঃ০০ ঘটিকার পর দোকান-পাট খোলা রাখায় রায়পুর বাজার, বাসাবাড়ি বাজার ও রাখালিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনজন দাস রায়পুর, এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রাসেল ইকবাল।
এ সময় দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় ২৭ জনকে পৃথক মামলায় ৫,৩০০/- টাকা অর্থদণ্ড আরোপপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় রায়পুর থানা পুলিশ আইনানুগ সহযোগিতা প্রদান করেন।
এসময় রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অনজন দাস বলেন, বিদ্যুৎ অপচয় প্রতিরোধে সরকারি নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসন, রায়পুর কর্তৃক মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
Leave a Reply