আকারা আলী ডাকুয়া;নাজিরপুর (পিরোজপুর)প্রতিনিধি;-
পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২৭ জুলাই বুধবার এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য র্যালী কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে হাতি নিয়ে বর্ণাঢ্য র্যালীটি বের হয়ে নাজিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তিমির হালদার তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এস এম নূরুল ইসলাম সজিব সদস্য কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা কৃষকলীগের আহব্বায়ক নজরুল ইসলাম বাবুল, উপজেলা স্বেচ্ছাসেকলীগের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান নান্নু, প্রমূখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বৃন্দ কেক কাটার মাধ্যমে স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
Leave a Reply