মোঃ ইকবাল মোরশেদ,বিশেষ প্রতিনিধি;-
লক্ষ্মীপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে শরীফ হোসেন (২৪) নামের এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে পৌরসভার আবিরনগর এলাকায় এ ঘটনা ঘটে।
শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মো. হাসানের ছেলে। তিনি এক সন্তানের জনক।
স্থানীয়রা জানান, শরীফ মিয়া ব্যাটারিচালিত অটোরিকশা চালক।
দুপুরে তিনি ব্যাটারিতে চার্জ দেন। বিকেলে ব্যাটারির সংযোগ খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজীব চন্দ্র জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্টে শরীফের মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।
Leave a Reply