ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ;-
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ কেজি গাঁজাসহ আরমান মিয়া (২০) নামে এক যুবককে আটক করছে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ। আটককৃত আরমান মিয়া বিজয়নগর উপজেলা আদমপুর গ্রামের খালেক মিয়ার ছেলে।
৩০ জুলাই, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে বাসস্ট্যান্ড থেকে তাকে গাজাসহ আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, খাঁটিহাতা হাইওয়ে থানায় এটিএসআই দীপক তার ফোর্সসহ ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড বাসস্ট্যান্ডে ট্রাফিক ডিউটি করাকালে লোকাল গাড়ি থেকে নামা এক যুবক আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার হাতে চাউল বস্তার চেক করলে বস্তার ভিতরে গাঁজা দেখতে পাই। পরে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু গণমাধ্যমকে জানায়, আজ সকালের দিকে বিশ্বরোড বাসস্ট্যান্ড থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
Leave a Reply