পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
ঐক্য সাম্য ও সম্প্রীতির শ্লোগান নিয়ে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ লক্ষ্মীপুর জেলা শাখার তৃতীয় জেলা সম্মেলন গতকাল ২৯ জুলাই শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নূরে আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, কবি ও গীতিকার আমির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ প্রফেসর মোঃ মাইন উদ্দিন পাঠান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন, মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলার সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল করিম, এবং লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জাকির হোসেন কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি গাজী গিয়াস উদ্দিন, শিক্ষক সাইফুল ইসলাম ভূঞা তপন এবং সাংবাদিক শংকর মজুমদার। অনুষ্ঠান সমূহ সঞ্চালনা করেন কবি রওশন রুবি ও কবি ফারুক হোসেন শিহাব।
সম্মেলনে ২য় পর্বের সংগঠনের সদস্যগনের স্বরচিত অনু কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান পরিবেশন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লাকে সভাপতি ও কবি রওশন রুবিকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
এর আগে অব্যাহত শিক্ষক নির্যাতন,নিপীড়ন ও সাম্প্রদায়িক হামলার বিভিন্ন হামলার প্রতিবাদে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এক সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনে বিপুল সংখ্যক নেতা ও কর্মী অংশগ্রহণ করেন।
Leave a Reply