আকরাম আলী ডাকুয়া:-নাজিরপুর,পিরোজপুর প্রতিনিধি।
পিরোজপুর জেলার নাজিরপুর থানায় কর্মরত অবস্থায় কনষ্টেবল মহিদুলের চাকুরীর শেষ দিনে গাড়ী সাজিয়ে বিদায় জানালেন নাজিরপুর থানার ওসি মোঃ হুমায়ুন
কবির। থানা সূত্রমতে জানা যায় দীর্ঘ ৩৬ বছর চাকুরীর শেষে নাজিরপুর থানায় কর্মরত অবস্থায় অবসরে যান কং মহিদুল। তার বিদায় অনুষ্ঠান সম্পন্ন করে থানার
সরকারি গাড়ী, যে গাড়ীতে দিনরাত অর্পিত সরকারি দায়িত্ব নিষ্ঠার পালন করেছেন কং মহিদুল। বিদায় দিনে সেই গাড়ী বর্ণিল সাজে সাজিয়ে তার
নিজ বাড়ী কাউখালী উপজেলার উদ্দেশ্যে থানার একটি টিম দিয়ে পৌছে দিলেন
নাজিরপুর থানার ওসি মোঃ হুমায়ুন কবির। পুলিশ ডিপার্টমেন্টে মনে হয় এই
প্রথম অবসরে যাওয়ার পরে কোন কনষ্টেবলকে মর্যাদার সাথে বিদায় জানানো
হলো।
Leave a Reply