পঙ্কজ মিত্র:মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ছিটকে চোরের কবল থেকে ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার ক্ষেত্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
এ উপলক্ষে সোমবার সকালে মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল পৌর শহরের স্বর্ণ, মোবাইল, কাঁটা কাপড়সহ সকল ব্যবসায়ি ও বাজার বনিক সমিতির সাথে মত বিনিময় সভা করেছেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিতি ছিলেন, ওসি (অপারেশন) আব্দুল হালিম, সেকেন্ড অফিসার আব্দুর কুদ্দুস, বনিক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আহসান খোকা প্রমূখ।
মঠবাড়িয়া থনার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, পৌর শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ি ও বনিক সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠক করা হয়েছে। অপরাধ প্রবনতা এড়াতে বাজারের বিভিন্ন গুরুপ্তপূর্ণ স্থানে সিসি ক্যমেরা স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে ক্যামেরা স্থাপনের জন্য কার্যক্রম শুরু হয়ে গেছে। সিসি ক্যামেরা স্থাপন করা হলে ছিটকে চোর শুণ্যের কোঠায় চলে আসবে পাশাপাশি পাহাড়াদারেরা দায়িত্বেও অবহেলা করতে পারবে না। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply