মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের হাজীগঞ্জ বাজার সংলগ্ন দুটি গার্ডার ব্রিজ উদ্বোধন করা হয়েছে।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার সকালে এ ব্রিজ দুটির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী শাহিন খান, এমপির জনসংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক, যুব সংহতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টুকু ও স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, দূর্যোগ ব্যবস্থাপনার আওতায় গ্রামীন রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ ও ২০২১-২২ অর্থ বছরে বার্ষিক উন্নয়নের অংশ হিসেবে মঠবাড়িয়া উপজেলায় ১৬টি গার্ডার ব্রিজ ও দেড় কিলোমিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। গত ২৪ ফেব্রæয়ারি সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজি এ গার্ডার সেতু নির্মাণ কাজের অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
ডাঃ রুস্তম আলী ফরাজি এমপি বলেন, জিডিটাল বাংলার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন “গ্রাম হবে শহর”। এ ঘোষণার প্রেক্ষিতে সরকার সারা দেশে ব্যপক উন্নয়ন মূলক কাজ করছেন। আগামী ৪১ সালের মধ্যে দেশ সমৃদ্ধশালী একটি রাষ্ট্রে পরিনত হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply