মঠবাড়িয়া(পিরোজপুর)প্রতিনিধিঃ-
তেল, গ্যাসের দাম বৃদ্ধি ও বিদ্যুতের ঘন-ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে ভোলায় আন্দোলনরত বিএনপি’র সমাবেশে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রহিম ও ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম হত্যার প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে এ বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেন তাঁরা।
এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক বাদল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ, বিএনপির সদস্য রনি মুন্সী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল-আমিন হাওলাদার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মনির, সদর ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক কাওসার মোক্তার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান নিজাম, পৌর ছাত্রদলের আহবায়ক রুবেল হাসান, কলেজ ছাত্রদলের নাজমুল আহসান মুন্না প্রমুখ।
Leave a Reply