পঙ্কজ মিত্র:মঠবাড়িয়া(পিরোজপুর)প্রতিনিধিঃ-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহার হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছয়া ইউনিয়নের ৩৮২ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে সাগরগামী ২৬০ ও ভিজিডি কার্ডধারী ১২২ পরিবার।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে উপজেলার ১১ নং বড়মাছুয়া ইউপি পরিষদ চত্বরে ইউনিয়নের বিভিন্ন এলাকার ১২২ ভিজিডি কার্ডধারী পরিবারের মাঝে নিয়মিত কর্মসূচি অংশ হিসেবে ইউপি চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার প্রত্যেক পরিবারে হাতে ৩০ কেজি করে চাল তুলে দেন।
এর আগে বুধবার (৩ আগস্ট) বিকেলে বড়মাছুয়া ইউনিয়নের সাগরগামী ২শ ৬০ জেলে পরিবারের মাঝে ৫৬ কেজি করে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন, তদারকি কর্মকর্তা ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান কাউয়ূম হাওলাদার, ইউপি সদস্য মো. মনির আকনসহ বিভিন্ন গ্রাম পুলিশ সদস্যরা।
Leave a Reply