আকরাম আলী ডাকুয়া, নাজিরপুর, পিরোজপুর উপজেলা প্রতিনিধিঃ-
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ০৪ আগস্ট বিকাল ৪টায় উপজেলা যুবদলের নেতৃত্বে পুনরায় পুলিশের গুলিতে ভোলা ছাত্রদলের সভাপতি নূর আলম ও স্বেচ্ছাসেবকদলের নেতা আব্দুর রহিমের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে উত্তাল জনতা নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রফিকুল ইসলাম ফরাজী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন খান, সাবেক রাসেল শিকদার, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান ফরাজী, ছাত্রনেতা আপেল মাহামুদ, যুবদল নেতা ওমর আলী, যুবদল নেতা লিমন মোল্লা, বিএনপি নেতা বেলায়েত হোসেন মাঝি, বিএনপি নেতা উজ্জ্বল হাওলাদার, ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন মোল্লা প্রমুখ। বক্তারা পৃথক পৃতক বক্তৃতায় বলেন, বিএনপি এখন মৃত্যুর অন্তিম পাড়ে দাড়িয়ে প্রতিবাদ করছে। এ প্রতিবাদে ফ্যাসিবাদী সরকাকে বিদায় করে ঘরে উঠব। এই আন্দোলনকে কেন্দ্র করেই ইনশাল্লাহ বড় আন্দোলনের সূচনা হবে। ভোলার ঘটনায় অভিযুক্ত পুলিশ ক্যাডারদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই ঘটনাই হবে ভোট চোর আওয়ামী সরকারের পতনের সূত্রপাত
Leave a Reply