স্বপ্ন
>লিজিয়া সুলতানা< স্বপ্ন দেখা দোষের না কিন্তু কিছু স্বপ্ন দেখা বারণ। কিছু স্বপ্নের চারদিকে চীনের মহাপ্রাচীর কিংবা ব্যাবলিনের শূন্য উদ্যান।। ৫৬ মাইল দীর্ঘ দেয়াল তাও বুনি মিথ্যের মায়াজাল। সব স্বপ্ন জানি সত্যি হয়না, খসে পড়া তারা দেখে তবু ও করি প্রার্থনা।। নির্লজ্জের মতো চেষ্টা করো যদি চাও তীব্র ভাবে চাও। না হলে ঝড় না থামুক তুমি থেমে যাও।। শেষ ট্রেন ধরে, যাবো চলে দূরে এই লোকালয় এই প্রান্তর ছেড়ে। যখন খুঁজতে যাবে আমি অজানায় পোঁছাতে পারবেনা তুমি সে সীমানায়।।
Leave a Reply