পীরজাদা মোঃ মাসুদ হোসাইন,রায়পুর,লক্ষ্মীপুরঃ-
লক্ষ্মীপুর জেলার রায়পুর ৭ নং বামনী ইউনিয়ন এর কৃতি সন্তান, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাবেক সভাপতি ছিদ্দিক উল্ল্যা বেচা মিয়ার সুযোগ্য পুত্র আকবর বিন ছিদ্দিকীকে তাঁর নিজ গ্রামে গনসংবর্ধনা দেয়া হয়েছে। তিনি সুদূর লন্ডন থেকে “বার এট ল” ডিগ্রি অর্জন করে গতকাল দেশে ফিরে এসেছেন। এই আনন্দে ৭ নং বামনী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ হাসান, ১ নং ওয়ার্ড মেম্বার জাকির মিঝি এবং এলাকাবাসীর উদ্যোগে তাকে ফুল দিয়ে গন সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য মুরুব্বীগন বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, ব্যারিষ্টার আকবর আমাদের এলাকা তথা রায়পুর উপজেলার জন্য গর্ব। আমরা সবাই উনার জন্য সবসময় দোয়া করবো।
ব্যারিষ্টার আকবর তার বক্তব্যে বলেন, আমি এই এলাকার সন্তান। সবাই আমার আপনজন। আমার মেধাশক্তি দিয়ে আমি দেশ ও দশের উপকার করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
Leave a Reply