আবু আহমেদ উবায়দা
বড়লেখা প্রতিনিধি:-
গোলাপগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৪জন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন কমপ্লেক্সের পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম হাদিউল হক (৪৮)। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রামের বাসিন্দা ।
তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের উদ্দেশ্যে বড়লেখা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার সিলেট-জকিগঞ্জ সড়কে আসামাত্র অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই হাদিউল হক নামের একজন নিহত হন। আর আহত হন আরো ৪জন যাত্রী। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ১জন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকি আহতদের তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply