মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ-
পিরোজপুরের মঠবাড়িয়ায় সিফাত (৯) নামে এক স্কুল ছাত্রের লাশ বুধবার বিকেলে উদ্ধার করে বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠায় থানা পুলিশ।
সিফাত উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের চড়কখালী গ্রামের মজিবর হাওলাদারের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছাত্র সিফাত প্রতিদিনের ন্যায় বুধবার দুপুরে প্রতিবেশী সহপাঠিদের সাথে খেলা করে বাড়ির পাশে খালে গোসল করতে যায়। সিফাত ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে বেড় হয়। বিকেলে প্রতিবেশীর সিফাতের লাশ খালে ভাসতে দেখে পরিবারের সদস্যদের জানালে লাশটি উপরে তোলা হয়। ওই খালের ঘাট পাড়ে গাছের বড় একটি ডাল পরে থাকতে দেখা গেছে। স্থানীয়দের ধারণা সিফাত গোসল করতে গেলে তার মাথায় ডাল ভেঙে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যু নিয়ে জটিলতা সৃষ্টি হলে পুলিশ লাশ উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল ঘটনার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারন জানা যাবে। এ ব্যাপারে থানায় প্রাথমিক ভাবে একটি ইউডি মামলা রুজু হয়েছে।
Leave a Reply