মোহাঃ ফরহাদ হোসেন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ-
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশন ও তার আওতাধীন ক্যাম্পের স্টাফরা গত ২ মাসে অভিযান চালিয়ে ৫৮ টি নৌকা, ৩৫ টি নিষিদ্ধ জালসহ বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি মাছ ও কাঁকড়া আটক করেছে। এ সময় সুন্দরবনের ক্ষতিকর অবৈধ ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। আটক করা হয়েছে অসাধু জেলেদেরকে। জানা গেছে গত ১ জুন হতে সুন্দরনের সকল পাস-পারমিট বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ। সেই থেকে গত ১ জুন হতে ১২ আগস্ট পর্যন্ত নিয়মিত অভিযান চালিয়ে কাশিয়াবাদ স্টেশন ও তার অধিনস্থ ক্যাম্পের স্টাফরা এ সকল অবৈধ জাল, নৌকা, কাঁকড়া সহ চিংড়ি মাছ আটক করতে সক্ষম হয়। এ ছাড়া লোকালয়ে মাছ পরিবহনের সময় মোটর সাইকেল সহ মাছ পাচারকারিকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান বলেন, গতকাল ১২ আগস্ট সকালে জোড়শিং এলাকায় অভিযন চালিয়ে কঁকড়া ধরার অপরাধে ১ টি নৌকা আটক করা হয়েছে। সুন্দরবনে পাস-পারমিট বন্ধ করার পর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত অবৈধ জাল আটক করার পাশাপাশি নৌকা, কাঁকড়া সহ চিংড়ি মাছ আটকের জন্য অভিযান চলমান রয়েছে। ইতিমধ্যে আটক মাছ প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে রাজস্ব আদায় করা হয়েছে। বিশাল আয়তনের এই সুন্দরবনের সম্পদ রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেড এম হাছানুর রহমান বলেন, খুলনা রেঞ্জের অধিনস্থ সব এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রাখা হয়েছে। আটক জাল, নৌকা ও চিংড়ি মাছ কঁাকড়ার ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply