1. admin@danikagonikontho.com : admin :
বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইলে প্রকৌশলী আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ শিক্ষা বৃত্তি -২০২৩ প্রদান নাজিরপুরে প্রয়াত ওয়ার্ড বিএনপি নেতা লিয়াকত হোসেনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জ-২ সংসদীয় আসনে জনপ্রিয়তার শীর্ষে আওয়ামীলীগের এ্যাডঃ সোহরাব উদ্দিন অনিয়মের অভিযোগে নাজিরপুরের এ্যাসিল্যান্ড সাময়িক বরখাস্ত চট্টগ্রামে ছেলের হাতে বাবা খুন চট্টগ্রাম ইপিজেড থানা পুলিশের অভিযানে চোরাই মটর সাইকেল সহ গ্রেফতার -৫ চট্টগ্রামে কলেরার টিকা কার্যক্রমের তৃতীয় দিনে উপস্থিতির সংখ্যা কম মঠবাড়িয়ায় অবৈধ কারেন্ট জাল বিক্রয়কারি ৪ জনকে জরিমানা মঠবাড়িয়ায় মুজিব কেল্লা নির্মাণ কাজের উদ্বোধন পিরোজপুর জেলা যুবদলের নবনির্বাচিত কমিটিকে নাজিরপুরে ফুলের মালা দিয়ে অভিনন্দন

মণিরামপুরে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

  • আপডেট সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৪৫ বার পঠিত

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
কালো পতাকা উত্তোলন, জাতীর জনকের প্রতিকৃতি ও শহীদ বেদীতে পূষ্পার্পন, শোক র‌্যালি, আলোচনাসভা, দোয়া মাহফিল ও গণভোজের মধ্য দিয়ে দিনভর নানা আয়োজনে মণিরামপুরে জাতীয় শোক দিবস ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। আলোচনা সভায় দেশের বাইরে অবস্থান করা পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ভার্চুয়ালি (ভিডিও কলে) বক্তব্য প্রদান করেন। উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ ও যুবলীগনেতা পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুসের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তরুণ আওয়ামীলীগনেতা ও যশোর আইনজীবি পরিষদের সহসম্পাদক অ্যাড. বশির আহমেদ খান, উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, আওয়ামীলীগ নেতা কৃষিবিদ মোজাম্মেল হোসেন মেইল, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, পৌর আওয়ামীলীগ সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল, আওয়ামীলীনেত্রী ও পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক চিন্ময় বাবু, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর বাবুলাল চৌধুরীসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
অপরদিকে উপজেলা ক্যাম্পাসে জাতীলজনকের মুরালের পাদদেশে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেনের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপকিমিটির সদস্য আলহাজ্জ্ব এসএম ইয়াকুব আলী, উপজেলা আওয়ামীলীগনেতা হাসেম আলী, জেলা জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি বাবুল করিম বাবলু,শহিদুল ইসলাম মিলন, জাতীয় শ্রমিকলীগ নেতা আলতাফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, সভাপতি মাহমুদুল হাসান রকি, সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ, সহসভাপতি মাহবুর রহমান প্রমুখ।
এদিকে দিবসটি উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপল্েয উপজেলা পরিষদে আলোচনা সভা ও শোক র‌্যালী অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গুলো শহীদ বেদীতে পূষ্পার্পনসহ নানা কর্মসুচী পালন করেন।
শোক দিবস উপলক্ষে এ সব আলেঅচনা সভায় বক্তরা বলেন, যারা স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে ইতিহাসের বর্বরোচিত হত্যাকান্ড ঘটিয়ে পৃথিবীর মানচিত্র থেকে বঙ্গবন্ধুসহ এদেশের নাম মুছে ফেলতে চেয়েছিলো, আজ তারাই ইতিহাসের আস্তাখুঁড়ে নিপ্তি হয়েছে। দিবসটির আলোচনা সভায় বক্তরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের গর্ব। তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল এ কথা দেশের প্রতিটি বিবেকবাণ নাগরিক স্বীকার করে। অথচ ১৯৭৫ সালের ১৫ দেশের কিছু বিপদগামী কুলাংগারের হাতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছিল। তাইতো আগষ্ট মাস এলেই বঙ্গবন্ধুর কথা খুব বেশি মনে পড়ে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশের মাটিতে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার জন্য যা কিছু করা দরকার-সরকার সেটা করে যাচ্ছে। অচিরেই এ রায়ের সকল কার্যক্রম শেষ হবে দেশের প্রতিটি নাগরিক বিশ্বাস করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2021 Dainik Agoni Kontho
Theme Customized By Theme Park BD