পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ-
রায়পুরে আইডিয়াল স্কুল এন্ড কলেজের ৯ বছর বয়সী ৩ য় শ্রেনীর এক ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগে একই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিজাম উদ্দীনকে গ্রেফতার করেছে রায়পুর থানা পুলিশ। ছাত্রী শিশু ও তার অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে আজ ১৪ আগষ্ট রবিবার বেলা ১১ টায় তাকে উক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আটক করা হয়েছে। মাওঃ নিজাম উদ্দীন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের খতিব এবং রায়পুর উপজেলা জামায়াত ইসলামের সাবেক সেক্রেটারি। যৌন নিপিড়নের অভিযোগে শিশুটির দাদী ফেরদৌসী বেগম বাদী হয়ে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন।
রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া বলেন, অভিযোগ পেয়ে এসআই মোঃ ইমদাদুল হক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মাও নিজাম উদ্দীনকে (৪৮) আটক করি। তার বিরুদ্ধে রায়পুর থানার মামলা নং-০৯, তারিখ-১৪/০৮/২২ইং ধারা-২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত/২০২০)- ১০ ধারায় মামলা রুজু হয়।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
অভিযুক্ত আসামী মাওঃ নিজাম উদ্দীন, তাকে নির্দোষ দাবী করেছেন।
Leave a Reply