কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে ৩ টি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ জাল ও কাঁকড়া উদ্ধার করা হয়। জানা গেছে গতকাল ১৬ আগস্ট রাত ২ টার দিকে আয়শার ভারানী ও নাটুয়া ভারানিয়া এলাকায় অভিযান চালিয়ে এ সকল নৌকা, কাঁকড়া সহ অবৈধ জাল জব্দ করে। তবে অভিযান জানতে পেরে অসাধূ জেলেরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষক হয়। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেড এম হাছানুর রহমান বলেন, খুলনা রেঞ্জের অধিনস্থ সব এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রাখা হয়েছে। আটক জাল, নৌকা ও কঁাকড়ার ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply