আকরাম আলী ডাকুয়া;নাজিরপুর,পিরোজপুর প্রতিনিধিঃ-
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন সদর ইউনিয়নের বাইনকাঠী গ্রামের মৃত: অমূল্য ভ‚ষণ মন্ডল এর বড় পুত্র দিলীপ মন্ডল তার ছেলে চন্দন (২০) (আনসার সদস্য) দের মামলা, হামলার অত্যাচারে দিশেহারা ছোট ভাই গোপাল ও তার পরিবার। জানা গেছে পিতার মৃত্যুর পর পিতার বসত ঘর সকলে মিলে গোপালকে দিলেও বড় ভাই তাৎক্ষণিক বিষয়টি সামাজিক দায়ে মেনে নিয়ে পরবর্তীতে থানা সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে একের পর এক অভিযোগ করেন এই বলে, যে ঐ ঘরের ভিতরে রুপার টাকার কলসি পাওয়া গেছে। কিন্তু ঐ অভিযোগে থানা ও নির্বাহী অফিসারের দপ্তরে কোন সত্যতা প্রমান করতে না পারায় অভিযোগ ভেস্তে চলে যায়। এ ব্যপারে গোপাল মন্ডল ও তার ছোট ভাই মনিশংকর মন্ডল এবং গোপালের স্ত্রী উৎপলা রানী মন্ডল এ প্রতিনিধিকে জানায়, পিতার মৃতুর পর সকল সম্পত্তি রেশিও হিসেবে ভাগ বাটোয়ারা করে দেওয়ার পরে পিতার নির্মিত ঘর মেরামত করার সময় পুরাতন ঘরকে বড় করে নির্মান করলে দিলীপ বাধার সৃষ্টি করে, তখন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন খানের মাধ্যমে উপভয় পক্ষ আপোষ নিষ্পত্তি হয়ে যায় বলে জানায়। তারপরেও ক্ষোভে একর পর এক অভিযোগ করে ছোট ভাইকে হয়রানি করছে দিলীপ। ছোট ভাইয়ের স্ত্রী উৎপলা রানী মন্ডল উপায়অন্ত না পেয়ে পিরোজপুর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতে ভাসুর দিলীপ ও ভাসুরের ছেলে আনসার সদস্য চন্দন এবং চন্দনের মাকে বিবাদী করে ৭ ধারা মামলা দায়ের করেন। উক্ত মামলার নোটিশ পেয়ে পিরোজপুরে গিয়া আবারো হয়রানির উদ্দেশ্যে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করে ঐ রুপার কলসি পাওয়ার কথা নিয়ে পুনরায় মিথ্যা কথা প্রকাশ করে সোসাল মিডিয়ায় ভাইরাল করে। গোপাল ও তার স্ত্রী উৎপলা রানী আরো বলেন, আমরা এই মিথ্যা সংবাদ প্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
Leave a Reply