এম এ হান্নান,পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ-কিশোরগঞ্জে পাকুন্দিয়া সনমানিয়া ডাক্তার বাড়ি উদ্যোগে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প দেওয়া হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলার নারান্দি ইউনিয়ন সনমানিয়া ডাক্তার বাড়ি আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২ শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়। ফ্রি
ক্যাম্পে সনমানিয়া দারুলউলুম হাফিজিয়া মাদ্রাসার সভাপতি হাজী মোঃ সিরাজ উদ্দিন খান সভাপতিত্বে কোদালিয়া সহরুল্লা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে সভাপতি আতাউল্লা সিদ্দিকী মাসুদ, নারান্দি ইউপি চেয়ারম্যান মোউসলে উদ্দিন, পুলেরঘাট বাজারে সভাপতি খায়রুল আলম খান, নারান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকিল রেজা,জাঙ্গালিয়া কলেজর প্রভাসক সৈয়দুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।ফ্রি ক্যাম্প রোগী দেখেন ডাঃ মোঃ আলি আকবর খান, ডাঃনাজিবুল হক,ডাঃ হাবিবা সুলতানা, ডাঃ আমিনুল ইসলাম, ডাঃআবদুল্লাহ আল নোমান ডাঃ রুবাইয়াত শারমিন,ডাঃ সারোয়ার হোসেন, খান বাড়ি
আয়োজক বিশিষ্ট ব্যবসায়ী রাজিব খান বলেন, মানুষের সেবায় সবসময় কাজ করি। ডাক্তার বাড়ি পরিবারদের উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষদের এ সেবা দেওয়া হয়েছে।
Leave a Reply