এম এ হান্নান পাকুন্দিয়া( কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া সহরুল্লাহ ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
(১৭ আগস্ট) বুধবার বিদ্যালয়ের দু-তলায় ৩ টি বুথে সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৮৭৩ জন ভোটারের মধ্যে ৬২২ জন ভোটার ভোট দেন।
৭ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ৩৮২ ভোট পেয়ে ১ম স্থান অর্জন করেন কোদালিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আঃ মোমেন (ছাতা প্রতীক), ৩৪০ ভোটে ২য় হয়েছেন চন্ডিপাশা গ্রামের মরহুম ইসলাম মেম্বারের ছেলে ও পল্লী বিদ্যুতের অনুমোদিত ইলেকট্রিশিয়ান মাজহারুল হক এংরাজ (মাছ প্রতীক ) ৩২৪ ভোট পেয়ে ৩য় স্থান অর্জন করেন, চন্ডিপাশা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) এবং পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আমার সংবাদ এর উপজেলা প্রতিনিধি এম.এ.হান্নান ( চেয়ার প্রতীক) ২৬৪ ভোট পেয়ে ৪র্থ স্থান অর্জন করেন।
এছাড়াও আসাদুজ্জামান সোহাগ ( দোয়াত-কলম) পেয়েছেন ২৬১ ভোট। পল্লী চিকিৎসক মো. হাবিবুর রহমান (আনারস প্রতীক) পেয়েছেন ১৮৫ ভোট। কোদালিয়া ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আঃ কাহার (তালা প্রতীক) পেয়েছেন ৯০ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিলেন দাতা সদস্য হিসেবে মোঃ আতাউল্লাহ সিদ্দিক মাসুদ। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে মনিরা আক্তার। সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে মাসুদ আহমেদ ও মোঃ হাবিবুর রহমান। সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে নাহিদা আক্তার।
প্রিজাাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম।
উল্লেখ্য যে গত ২রা আগস্ট এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৫ আগস্ট যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। ৬ আগস্ট প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
Leave a Reply