মোহাঃ ফরহাদ হোসেন,কয়রা,খুলনা;-
খুলনার কয়রায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৪/১ নম্বর পোল্ডারের চরামুখা এলাকায় কপোতাক্ষ নদের তীরবর্তী বাঁধের রিংবাঁধ আবার ভেঙে গেছে। শুক্রবার সন্ধায় সৃষ্ট নিন্মচাপের কারনে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ভেঙে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকাবাসী বাঁধ রক্ষায় কজ করছিল বলে যানা যায়
ইতিমধ্যে আগে দুইবার জোয়ারে ভেঙে ওই স্থান দিয়ে পানি প্রবেশ শুরু করে। এতে অন্তত ৫/৬ টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। গত বুধবারে সেচ্চাশ্রমের ভিত্তিতে বাঁধটি রক্ষা করা হয়। সেইসঙ্গে প্রায় আড়াই হাজার বিঘার চিংড়ির ঘের ক্ষতির মুখে পড়েছে তাছাড়া আমন চাষিদের বিজতলা নষ্ট হয় ও মানুষ পানিবন্ধি হয়ে পড়ে।
এর আগে ১৭ জুলাই রবিবার ভাটার টানে ২শ মিটার জায়গাজুড়ে ভাঙ্গন লাগে। সকালে স্থানীয়রা সেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামতের চেষ্টা চালায় কিন্তু দুপুরের জোয়ারের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করছে।
স্থানীয় দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আছের আলী মোড়ল জানান, সাগরে গভীর নিন্মচাপের কারনে বাঁধটি আবার ভেঙে গেছে। বাঁধের ভেঙে যাওয়া স্থান দ্রুত মেরামত করা না হলে দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়বে মানুষজন। জরুরি ভিত্তিতে বাঁধটি মেরামতের দাবি জানান তিনি।
পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মশিউল আবেদীন বলেন, বাঁধটি অনেক কষ্টের মধ্য বাঁধটি রিং বাঁধ দিয়ে পানি আটকানো হয়। সেখানে শ্রমিকের মাধ্যমে কাজ অব্যাহত রাাখা হয়। তার পরেও দূর্যোগপূর্ন আবওহাওয় বাঁধটি ভেঙে যায়। পুনরায় পানি আটকাতে কাজ করা হবে।
Leave a Reply