আকরাম আলী ডাকুয়া;নাজিরপুর,পিরোজপুর প্রতিনিধি-
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ১৯ আগস্ট সকাল ৯টায় সম্পদের লোভে বড় ভাই দেবু চৌধুরী (৩৫) আপন সহোদর বোন শিল্পী রানী চৌধুরী (২৭) কে ভাড়াটিয়া মাস্তান নিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। জানা গেছে নাজিরপুর উপজেলার শেষ সীমানা ১নং মাটিভাংগা ইউনিয়নের অতুলনগর সাকিনে মৃত: দেবেন্দ্রনাথ চৌধুরীর বাড়ীতে এ ঘটনা ঘটে। আহত শিল্পী চৌধুরী এ প্রতিনিধিকে জানান, নেশার আসক্ত বড় ভাই ভারতের নাগরিক এবং এদেশেরও নাগরিক। বাবার মৃত্যুর আগে শিল্পী বাবার পাশে থেকে চিকিৎসা করাইয়া সুস্থ করে বাড়ীতে আনে। বাড়ীতে আসার পরে গত ১৬ই মার্চ বাড়ীতে বসে বাবা শেষ নি:শাস ত্যাগ করেন। বাবা সুস্থ থাকাকালীন অবস্থায় স্বামী পরিত্যাক্তা শিল্পী রানীকে অতুলনগর খাস জমির কবুলিয়াত প্রপ্ত জায়গা থেকে ১৫ শতাংশ জায়গা ষ্ট্যাম্পে চুক্তিপত্র করে দান করে যায়। ভাই সম্পদের লোভে ভারত থেকে আসে,এসে বোনের উপর একের পর এক চাপ দিতে থাকে টাকা ও সম্পদ এর জন্য। শারীরিক ও মানসিক নির্যাতনও চালিয়ে আসছে। ঐ ভাইয়ের ভারতে দ্বিতল ভবন ও পাঁকা বাড়ী রয়েছে। দ্বৈত নাগরিক হয়েও এদেশের সম্পদ বিক্রয়ের চেষ্টা করে বিদেশে। চিতলমালী থানা এলাকায় ভোটার হইয়া বোনের উপররে বাবার দান করা সম্পদ আত্মসাতের উদ্দেশ্যে বহিরাগত ভাড়াটিয়া মাস্তান নিয়া তান্ডব চালায়। এ ব্যপারে অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, নাজিরপুর থানা এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধকে জানান অভিযোগ পেয়েছি, আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপর একটি সূত্রমতে ঐ এলাকার মাটিভাংগা লোকজন এ প্রতিনিধিকে জানান মাদকাসক্ত দেবু চৌধুরী বিভিন্ন এলাকা থেকে লোক এনে ঐখানে নেশার আখরা গড়ে তুলেছে। এ ব্যপারে ভুক্তভোগী বোন প্রশাসনের সহায়তা কামনা করছেন।
Leave a Reply