মঠবাড়িয়া,পিরোজপুর প্রতিনিধি;-
মানবসেবায় কাজ করার স্বীকৃতিস্বরূপ ১৫ জন নারী পেয়েছেন ‘ইন্সপায়ারিং উইমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২ সম্মাননা। সোমবার রাজধানীর আগারগাঁও-এর এলজিএইডি ভবনে ইউএনভি বাংলাদেশ, ভিএসও বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইউএন উইমেন বাংলাদেশ এবং অ্যাকশনএইড বাংলাদেশ যৌথভাবে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীদের কল্যাণে কাজ করা, করোনাকালে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি,খাদ্য বিতরণ, সহিংসতা প্রতিরোধ, শিশু সুরক্ষা, শিক্ষা, স্যানিটেশন,পরিবেশ, মানসিক স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা পাওয়া ১৫ জনের মধ্যে নির্বাচিত সেরা পাঁচ জন স্বেচ্ছাসেবীকে দেওয়া হয়েছে ১ লাখ থেকে ১০ হাজার টাকা। এ পুরস্কারে ১ম স্থান লাভ করেন হাতে খড়ি ফাউন্ডেশনের সহ-সভাপতি সুস্মিতা অধিকারী । এছাড়া ১৫ জনের প্রত্যেককেই ক্রেস্ট সার্টিফিকেট এবং মেডেল দেওয়া হয়েছে।
আয়োজকেরা জানান,বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবায় নিয়োজিতদের অধিকাংশই নারী। স্বেচ্ছাসেবার মাধ্যমে একদিকে যেমন নারীদের অংশগ্রহণ শক্তিশালী হয় তেমনি অসমতা দূরীকরণেও ভূমিকা পালন করে। নারী স্বেচ্ছাসেবীদের এই গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি জানাতে এবং অনুপ্রেরণা জোগাতেই এই সম্মাননা দেওয়া হয়েছে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ তাজুল ইসলাম এমপি মাননীয় মন্ত্রী,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহরিয়ার আলম এমপি-মাননীয় প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়,
জনাব মোহাম্মদ মেজবান উদ্দিন চৌধুরী-সচিব স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়,মিসেস আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে- রাষ্ট্রদূত সুইডেন দূতাবাস,
জনাব এসকে.মোঃ মহসিন-স্থানীয় সরকার ক্ষমতায়ন বিভাগের প্রধান প্রকৌশলী প্রমুখ
Leave a Reply