পঙ্কজ মিত্র,মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ-
১৭ অক্টোবর ২০২২ইং আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে সমর্থনের জন্য বাংলাদেশ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে পিরোজপুর জেলার ৭টি উপজেলার মোট ৭৪৭ জন ভোটারের জন প্রতিনিধির মধ্যে ৭০৪ জন ভোটার জেলা পরিষদের বর্তমান প্রশাসক জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজকে সমর্থন জানিয়ে স্বাক্ষর দিয়ে দলের মনোনয়ন পেতে লিখিত অনুরোধ করেছেন। পিরোজপুর আসন নং-১ নাজিরপুর উপজেলা পরিষদে ৯টি ইউনিয়ন ভোটার সংখ্যা ১২০। ওই উপজেলার সকল ভোটারগন তার পক্ষে স্বাক্ষর করেছেন। নেছারাবাদ উপজেলা পরিষদে ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা ভোটার সংখ্যা-১৪৬, স্বাক্ষর করেছেন-১৪০ জন। পিরোজপুর সদর উপজেলা পরিষদে ৭টি ইউনিয়ন ১ টি পৌরসভা ভোটার সংখ্যা-১০৭, স্বাক্ষর করেছেন-৭৯ জন। ভান্ডারিয়া উপজেলা আসন নং-২, ভান্ডারিয়া সদর উপজেলা ৬টি ইউনিয়ন ১ টি পৌরসভা ভোটার সংখ্যা-৯২, স্বাক্ষর করেছেন সকল ভোটারগন। কাউখালী উপজেলা ৫টি ইউনিয়ন ভোটার সংখ্যা-৬৮, স্বাক্ষর করেছেন সকল ভোটারগন। ইন্দুরকানী উপজেলায় ৫টি ইউনিয়ন ভোটার সংখ্যা ৬৮, স্বাক্ষর করেছেন সকল ভোটারগন। মঠবাড়িয়া উপজেলায় ১১টি ইউনিয়ন ভোটার সংখ্যা-১৪৬, স্বাক্ষর করেছেন- ১৩৭ জন। এখানে একটি পৌরসভা থাকলেও বর্তমানে সর্বশেষ সংশোধনীয় আইন অনুযায়ী সরকার কর্তৃক পৌর পরিষদ বিলুপ্ত হওয়ায় ভোটার সংখ্যা বিবেচনায় আনা হয়নি। বর্তমান পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মহিউদ্দিন মাহারাজের দীর্ঘ ৫ বছর শতভাগ সফলতার সাথে জেলা পরিষদ পরিচালনা করতে পারায় তার প্রতি সন্তোষ প্রকাশ করে ৭টি উপজেলার উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর ও ইউপি সদস্যের সিংহভাগ নেতারা প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে তাঁর দল আওয়ামীলীগ থেকে মহিউদ্দিন মাহারাজকে মনোনয়ন দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। শতাধিক জন প্রতিনিধি সুশীল সমাজ বীরমুক্তিযোদ্ধা সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যম কর্মীগন বলেন মহিউদ্দিন মহারাজ দলমতের উর্ধ্বে থেকে পিরোজপুর জেলার বৃহৎ জনগোষ্ঠিকে তার সাধ্যমত সেবা দিয়েছেন, যা কোনদিন অন্যকারো পক্ষে সম্ভব নয়। যে কারণে অত্র জেলার উন্নয়নে বিরামহীন কর্মযজ্ঞে একমাত্র নিজের মনকে জনতার তরে বিলিয়ে দেয়া মহিউদ্দিন মহারাজের বিকল্প নেই।
Leave a Reply