কয়রা(খুলনা)প্রতিনিধিঃ- কয়রার সুন্দরবন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করার অপরাধে ৪ টি নৌকা আটক করেছে। এ সময় অবৈধ ভেশাল জাল, ভারতীয় কীটনাশক সহ কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা গেছে, গতকাল রবিবার রাত ৯ টার কাশিয়াবাদ স্টেশনের আওতাধীন শর্তিপিরির খাল এলাকা হতে ১ টি নৌকা ও তার আগের দিন সন্ধা ৬ টার দিকে পবনা এলাকা হতে ৩ টি নৌকা সহ এ সকল অবৈধ জাল, কীটনাশক, কাঁকড়া ধরার সরঞ্জাম আটক করে। অন্যদিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে গতকাল শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে কপোতাক্ষ নদের পাতাখালী এলাকায় অভিযান চালিয়ে ১ টি ইঞ্জিন চালিত ট্রলারে কাঁকড়া পাচারকালে ১ জনকে আটক করেছে। এ সময় ৪০ কেজি কাঁকড়া সহ ট্রলারটি জব্দ করা হয়। আটক ব্যাক্তি কয়রা উপজেলার উত্তর বেদকাশি গ্রামের আজগার আলী। সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যাক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply