পঙ্কজ মিত্র, মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও পিরোজপুর জেলা আ‘লীগ সদস্য মো. তাজউদ্দিন আহম্মেদ। বুধবার বিকেলে পৌর শহরের ব্যাংকপাড়াস্থ আ‘লীগ কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা আ‘লীগ সহ-সভাপতি মো. আরিফ উল হক, পৌর যুবলীগ সভাপতি মো. তৌহিদ মাসুম, যুবলীগ নেতা শাহিন মিয়া নবী, শ্রমিক লীগ নেতা আলফু তালুকদার, হাবিবুর রহমান, কবির হোসেন, শাহিন খান, আলামগীর হোসেন, সাইফুল বিল্লাহ, ইউসুফ বেপরী প্রমুখ।
প্রধান অতিথি মো. তাজউদ্দিন আহম্মেদ বলেন, এই শোক কে শক্তিতে রূপান্তিত করে আগামীতে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে সকলকে এক সাথে কাজ করতে হবে। এছাড়াও তিনি পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবী জানান।
Leave a Reply