পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
রায়পুরে নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ এর সাথে থানা এলাকার সকল শ্রেণী পেশার সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায় ৩১ আগস্ট বুধবার দুপুরে থানা এলাকার সকল শ্রেণী-পেশার সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রায়পুর থানা প্রসাশনেরন আয়োজনে শুরুতে পবিএ কোরআন তেলোয়াত করেন থানা জামেমসজিদ এর প্রেস-ইমাম হাফেজ মোঃ হেলাল উদ্দিন।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মো: মাহফুজ্জামান আশরাফ।
সভায় রায়পুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জঙ্গি ও সন্ত্রাস দমন, মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন, চুরি-ডাকাতি রোধে পুলিশের টহল জোরদার করা সহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার কথা বলেন নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আসরাফ।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন, সহকারি পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী,
সভাপতিত্ব করেন রায়পুর থানা অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া। সঞ্চলনায় ছিলেন হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ সুরেজীত বড়ুয়া। আরো বক্তব্য প্রদান করেন, রায়পুর পৌরসভা মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, হাজীমারা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা ডাঃ মঞ্জুরুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাঈদুল বাকীন ভুইয়া প্রমূখ। উপস্থিত ছিলেন, রায়পুর থানাধীন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ, পৌর কাউন্সিলরবৃন্দ সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্ত। সভায় রায়পুরের প্রিন্ট ও ইলিকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্তিত ছিলেন।
Leave a Reply