পঙ্কজ মিত্র,মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ- পিরোজপুরের মঠবাড়িয়ায় ভাতিজার বসত ঘর গুড়িয়ে দিয়ে মুক্তিযোদ্ধা চাচা “বীর নিবাস” নির্মাণের চেষ্টা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী জহির উদ্দিন খান বৈমাত্রীয় চাচা বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু সহ কয়েকজনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জহির উদ্দিন খান ওই গ্রামের মৃত আ. মান্নান খান (চাঁন মিয়া) এর ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, জহির উদ্দিন খানের বাবা পুলিশে চাকরি করা সুবাদে যশোর মনিরামপুরে বসবাস করতেন। তাঁর বাবা জীবিত থাকাকালীন ১৯৮৬ সালে ফুলঝুড়ি গ্রামে ১২৪৬ নং দলিলে ক্রয়সূত্রে মালিক হয়ে ওই জমিতে বসত ঘর তুলেন এবং মাঝে-মধ্যে এসে বসবাস করতেন।
বর্তমানে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের “বীর নিবাস” উপহার দিচ্ছেন। এতে বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু তাঁর নিজ সম্পত্তিতে বীর নিবাস উত্তোলন না করে গত ২৮ আগস্ট মুরাদ খান, নাঈম খানের নেতৃত্বে লোকজন দিয়ে জহির খানের বসত ঘরটি গুড়িয়ে দিয়ে “বীর নিবাস” তৈরীর পায়তারা করেন। ওই ঘরটি গুড়িয়ে দেয়ায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেন।
এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বিষটি সমাধানের চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে সংবাদ করার প্রয়োজন নাই।
Leave a Reply