আকরাম আলী ডাকুয়া;নাজিরপুর,পিরোজপুর প্রতিনিধি;-
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর বাউন্ডারি ওয়াল এখন মরন ফাঁদে পরিনত হয়েছে, যে কোন সময় ঘটে যেতে পারে প্রানহানির দর্ঘটনা। জানা গেছে উপজেলা সদরের নাজিরপুর-পাটগাতি মহসড়কের দোলা কাউন্টারের সামনে থেকে পাশর্^রাস্তা ০৬নং সদর ইউপি চেয়ারম্যানের বসত বাড়ীর সামনে হইতে উপজেলা কেন্দ্রী মন্দির হয়ে উপজেলা সদর রোডে মিলিত হয়েছে। প্রতিদিন এই রাস্তায় অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা নিয়মিত চলা-ফেরা করে এমনিক রাস্তার পাশের্^ অসংখ্য আবাসিক বাড়ীও রয়েছে। ওয়ালটি দীর্ঘদিন জরাজীর্ন অবস্থায় থাকায় ওয়ালের নিচ থেকে স্বাস্থ্যকমপ্লেক্সের বাসা-বাড়ীর ময়লা-আবর্জনা পানি নির্গম হয়ে রাস্তা প্লাবিত হয়ে যায়। এমন নোংরা পানির দুর্গন্ধে রাস্তার পথচারীদের চলাচলেও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। সরেজমিন ঘুরে ভুক্তভোগী লোকজন এ প্রতিনিধিকে জানান, এই রাস্তাটি এখন চলাচলের জন্য আদৌ উপযুক্ত নয় কারন, প্রচুর ময়লা এবং রয়েছে ওয়াল ধ্বসে পরার মত ঝুঁকি। ভুক্তভোগীরা আরো জানান, হাসপাতালের মধ্যে যথেষ্ট উন্নয়ন হলেও বাউন্ডারি জরাজির্ন ওয়ালটির কোন সৎ গতি হচ্ছে না। হাসপাতাল দায়িত্বরত পপ কর্মকতৃা ডা: মশিউর রহমান এর সঙ্গে মুঠোফোনে আলাপ কররে তিনি এ প্রতিনিধকে জানা বিষয়টি সঠিক, এ ব্যপারে অভিযোগ আসলেও আমাদের বর্তমানে কোন প্লান নেই তবুও ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে ময়লা পানি অপসারনের জন্য অস্থায়ী ভাবে একটি পাইপ স্থাপন করা হয়েছে কিন্তু তাতে ভালো ফলাফল হচ্ছে না। আগামি বাজেটে নতুন প্লান আসলে তখন ঐ বাউন্ডারি ওয়ালের কাজ করতে পারি এবং রাস্তা বড় হওয়ার কথা শুনেছি বর্তমান বাজেটে সামনের ওয়াল ও ভিতরে কাজ আছে বলে জানান।
Leave a Reply