রায়পুর,লক্ষ্মীপুর প্রতিনিধি;-
পুলিশ সুপার, লক্ষ্মীপুর এর সুনির্দিষ্ট নির্দেশনায়, রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়ার নেতৃত্বে একটি অভিযানিক পুলিশ দল বিশেষ অভিযান পরিচালনা করে গত ০৬ সেপ্টেম্বর ২০.৩০ ঘটিকার সময় রায়পুর থানাধীন ৩নং চর মোহনা ইউপির সুলতানিয়া মাদ্রাসার পূর্ব পাশে আনোয়ার হোসেনের চা দোকানের সামনে থেকে মোবাইল চোর মাসুদ বেপারি প্রঃ শেখা (৩৫), পিতাঃ মৃত সধু মিয়া, গ্রাম চর বংশি, ওয়ার্ড নং-৫, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুরকে ১০টি বিভিন্ন ব্রান্ডের চোরাই মোবাইল সেট, যাহার মূল্য অনুমান ১,০০,০০০/ টাকা সহ আটক করে এবং সে ঘটনার সত্যতা স্বীকার করে।
ধৃত আসামীর বিরুদ্ধে রায়পুর থানার মামলা নং-০৮ তাং-৭/৯/২০২২ ইং ধারা-৪১৩ পেনাল কোড রেকর্ড করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ ব্যাপারে রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, রায়পুর থানা পুলিশ রায়পুর থানা এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রায়পুরের জনসাধারণের সমন্বয়ে সর্বদা কাজ করে যাচ্ছে।
Leave a Reply