মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ-
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলীয় নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশে করেছে বিএনপি।
বৃহস্পতিবার সকালে দলীয় নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়।
পরে বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শামীম মৃধা, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক বাদল, জসিম উদ্দিন ফরাজী, পৌর বিএনপি‘র সাংগঠনিক মিজানুর রহমান, সম্পাদক উপজেলা যুব দলের আহবায়ক মাসুম বিল্লাহ প্রমুখ।
Leave a Reply