মোহাঃ ফরহাদ হোসেন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ- কয়রায় তরুণদের অংশ গ্রহনে বহিঃধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়। গত শনিবার সকাল ১০ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্য কন্ঠ অনুষ্ঠিত হয়। তারুণ্যের কন্ঠের উপস্থাপক সজীব দত্তের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা র্নিবাহী অফিসার অনিমেষ বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বাল্য বিবাহ একটি ভয়ানক সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। উপজেলা প্রশাসন নিয়মিত কাজ করে চলেছে। বাল্য বিবাহ বন্ধ করতে হলে আগে সন্তানের পিতা মাতাকে সচতেন হতে হবে। অনুষ্ঠানের উপস্থাপক সজীব দত্ত জানান, অনুষ্ঠানটি গত ৭ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই, ই, এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনস্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারা দেশে আয়োজন করে চলেছে। আগামী ১৭ সেপ্টেম্বর রাত ৮ টা ১০ মিনিটে বেতারের উপ পরিচালক মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে, সহকারি পরিচালক তোফাজ্জেল হোসেনের পরিচালনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুন্যের কন্ঠ প্রচার করা হবে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ কাজী মুস্তাইন বিল্ল্যাহ, কপোতাক্ষ মহাদ্যিালয়ের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, প্রভাষক ভবতোষ কুমার, বিদেশ রঞ্জন মৃধা, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খায়রুল আলম, কালিকাপুর চৌকুনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিৎ কুমার রায়, সহকারি প্রধান শিক্ষক রণজিত কুমার বাইন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যলয়ের প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
Leave a Reply