মণিরামপুর প্রতিনিধি:
আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চিকিৎসা তহবিল থেকে যশোরের মণিরামপুরে ১৫ জন অসূস্থ, অসহায় ও হতদরিদ্র ব্যাক্তিদের মাঝে ৮ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার রাতে মণিরামপুরের বিভিন্ন এলাকার অসহায় ও হতদরিদ্রদের মাঝে-যশোরোস্থ্য লাল দিঘিরপাড় নিজ বাসভবনে এ চেক বিতরণ করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি) বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতোপূর্বে মণিরামপুরের অসূস্থ, অসহায় ও হতদরিদ্র ব্যাক্তিদের মাঝে অনেক চেক বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অসহায় ও অস্বচ্ছল ব্যাক্তিদের আজ ১৫টি চেকের মাধ্যমে ৮ লক্ষ ৮০ হাজার টাকা বিতরণ করা হলো। এ চেক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান বাংলাদেশ সরকার সকল অসহায় ও হতদরিদ্র মানুষ বিভিন্ন প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর বিভিন্ন তহবিল থেকে থেকে সাহায্য সহযোগীতা পাচ্ছে। যার ঘর নেই সে ঘর পাচ্ছে, যাদের চিকিৎসার টাকা নেই তারা চিকিৎসার টাকা পাচ্ছে। অসহায় হতদরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তন করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন এবং ভাতা প্রাপ্য সকলকেই ভাতার আওতায় এনেছেন।
নূরুল হক
মণিরামপুর,যশোর।
Leave a Reply