মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ-
পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক দইুটি ভ্রম্যমান আদালতের অভিযানে দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া উপজেলার ভগিরতপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়। পিরোজপুরের জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, মুসলিম সুইটস হোটেলে অপরিচ্ছন পরিবেশে খাবার তৈরী, মাহীম ষ্টোর নামক মুদি দোকানে পণ্যের প্যাকেটে উৎপাদনে মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা এবং পণ্যের ওজন ও মূল্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণের আইন দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর সহকারী পরিচালক দেবাশিষ রায় এ তথ্যের নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যহত থাকবে। এ অভিযানে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা স্যানেটারি ইনেস্কপেক্টও এহসানুল কবির।
Leave a Reply