মো.রুবেল মিয়া. সরাইল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি;-
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ জাকির মিয়া(২২) ও দানিছ মিয়া(৩০) নামে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল- সরাইল উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আরিফাইল গ্রামের সমশের আলী’র ছেলে জাকির মিয়া,ও একই ইউনিয়নের পূর্ব কুট্রাপাড়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে দানিছ মিয়া।
গত ২০ সেপ্টেম্বর, মঙ্গলবার রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার বড্ডাপাড়া সালেক শাহ মোড়ের তেরোকান্দা সড়ক থেকে ৩৯০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে পুলিশ।
সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বড্ডাপাড়া সালেক শাহ মোড়ের তেরোকান্দা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার ওসি আসলাম হোসেন এর দিক নির্দেশনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে সরাইল থানার এসআই মোঃ তারিকুল ইসলাম নেতৃত্বে ও এএসআই মোঃ রুবেল আখনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় দুই মাদক ব্যবসায়ীকে ৩৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এই ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসলাম হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।
Leave a Reply