এম এ হান্নান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে চাচাতো ভাই আবিদ হাসান রাহাত হত্যা মামলার প্রধান আসামি অপর চাচাতো ভাই জোবায়ের হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (২৭ সেপ্টম্বর) রাতে নেত্রকোনার খালিয়াজুড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স রুমে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
পুলিশ সুপার বলেন, পারিবারিক বিরোধ থেকে চাচা আনোয়ারুল হকের প্রতি ক্ষোভের জেরে চাচাতো ভাই রাহাতকে হত্যা করে জোবায়ের। হত্যার পরদিন চারজনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত রাহাতের মা মাহমুদা সুলতানা। মামলা দায়েরের পর থেকে পুলিশের অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় রাতে চাচাতো ভাই রাহাতকে গলা কেটে হত্যা করে জোবায়ের। হত্যার পর ঘাতক জোবায়ের পলাতক ছিলেন।
Leave a Reply