মোঃ মোশাররফ হোসেন মনির
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি;-
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদানের কারনে বাংলাদেশ আজ বিশ্বের কাছে মাথা উচু করে দাড়িয়েছে। কিভাবে একটি অনুন্নত দেশকে উন্নত দেশে পরিনত করতে হয় তা তিনি জানেন। শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে শরণখোলায় আয়োজিত আনন্দ মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন তার বক্তৃতায় এ কথা বলেন। ২৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলা আওয়ামীগ আয়োজিত আনন্দ মিছিল শেষে শরণখোলা প্রেসক্লাব চত্বরে পথসভা ও শেখ হাসিনার মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন প্রমুখ। দোয়া পরিচালনা করেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা।
Leave a Reply