নিজস্ব প্রতিবেদক;-
পিরোজপুরের নেছারাবাদের কুড়িয়ানা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দের মাঝে অনুদান প্রদান করেন পিরোজপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী ও বিখ্যাত যাদু শিল্পী জুয়েল আইচ।
আজ রবিবার দুপুরে উপজেলার কুড়িয়ানা বাজারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ব্যবসায়ীদের হাতে অনুদানের টাকা তুলে দেয়া হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে পাচ হাজার টাকা করে প্রদানসহ তাদের সাধ্যমত সহযোগিতার আশ্বাস দেন। এ সময় চেয়ারম্যান সালমা রহমান হ্যপীর সাথে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু সিকদার, নেছারাবাদ উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার,নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসির উদ্দিন পিয়াস, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তোফা সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী স্বাধীন হালদার ব্যবসায়ীদের অনুদান প্রদান করেন।
উল্লেখ্য, গত রবিবার ভোরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ২১টি ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালপত্র পুড়ে ছাই হয়েৃ। তাদের প্রায় আনুমানিক ১ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
Leave a Reply