রামগতি,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগতি চরাঞ্চলের নদীর পাড়ের মানুষের জন্য স্বপ্নযাত্রার ওয়াটার এম্বুলেন্সের উদ্ভোধন করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় এবং লোকাল গভর্নমেন্ট সাপোর্ট ফান্ড এর অর্থায়নে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আব্দুল্ল্যাহ ইউনিয়নসহ অন্যান্য চর অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা সহজতর করার জন্য স্বপ্নযাত্রা ওয়াটার এ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করেন, মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর। এ সময় আরও উপস্থিত ছিলেন শরাফ উদ্দিন আজাদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রামগতি, লক্ষ্মীপুর, এস. এম. শান্তুনু চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, রামগতি, লক্ষ্মীপুর, মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, সহকারী কমিশনার (ভূমি), রামগতি, জাকির হোসেন, জিএম, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, অফিসার ইনচার্জ, বড়খেরী নৌ পুলিশ ফাড়ি, অফিসার ইনচার্জ (তদন্ত), রামগতি থানা,লক্ষ্মীপুর, রামগতি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply