এম এ হান্নান পাকুন্দিয়া(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মরহুম জিল্লুর রহমান স্মৃতি টুর্নামেন্ট ৫ বার্ষিক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন -২০২২ খেলা উদ্বোধন হয়েছে।
শনিবার (৮ অক্টোবর ) বিকেলে উপজেলার কোদালিয়া সহরুল্লা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে কোদালিয়া জিল্লুর রহমান স্মৃতি ফুটবল সংগঠনের উদ্যোগে চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাঃ ইব্রাহিম মেম্বার, টুর্নামেন্টের ফুটবল খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শামছু উদ্দিন ।খেলায় সভাপতিত্ব করেন জিল্লুর রহমান স্মৃতি ফুট বল টুর্নামেন্টের সভাপতি মোঃএ কেএস বদরুল হাসান সোহাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোদালিয়া সহরুল্লা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন, ম্যানিজিং কমিটির সদস্য মোঃ মোমেন মিয়া, মাজারুল ইসলাম এংরাজ,মফিজ উদ্দিন, সাংবাদিক এম এ হান্নান, উদ্বোধনি খেলায় অংশ গ্রহন করেন গচিহাটা ফুটবল একাদশ বনাম হাসি মুখ ভৈরব ফুটবল একাদশ। খেলায় গচিহাটা ফুটবল একাদশ কে ০/ ১ গোলে হাসি মুখ ভৈরব ফুটবল একাদশ পরাজিত করে । খেলাটি উপভোগ করেন হাজারো দর্শক।
Leave a Reply